গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের সমস্ত ছাএ ছাএীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৬/১০/২১ বেলা ১১ টা থেকে সমস্ত বিভাগের অনার্স এর এবং ২৭/১০/২১ বেলা ১১টা থেকে সমস্ত Programme এর ছাত্র ছাত্রীদের Physical Verification করা হবে। ছাত্র ছাত্রীদের উক্ত দিন গুলিতে সময়ের মধ্যে কলেজে সমস্ত কাগজ পত্রের অরিজিনাল কপি সঙ্গে নিয়ে হাজির থাকতে হবে।অন্যথায় ছাত্র ছাত্রীদের ভর্তি বাতিল হয়ে যাবে।
আদেশ অনুসারে-
কর্তৃপক্ষ
গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়
Phase_2-mop up round document verification
